Auto broadband connect- ব্রডব্যান্ড কানেকশন আটো কানেক্ট করুন কম্পিউটার চালু হবার সাথে সাথে
কিভাবে আপনার ব্রডব্যান্ড কানেকশন আটো কানেক্ট করবেন কম্পিউটার চালু হবার সাথে সাথে।
ব্রডব্যান্ড কানেকশন যারা চালান তারা প্রতিবারই কম্পিউটার চালু হবার
পর তা কানেক্ট করা অনেকটা বিরক্তকর কাজ হিসেবে মনে করেন। এই বিরক্ত এড়াতে আপনাদের
জন্য আজ নিয়ে আসলাম মজার ছোট্ট একটা ট্রিক্স। তো শুরু করা যাক।
প্রথমে টাস্ক বারে ব্রডব্যান্ড কানেকশন এ ক্লিক করে Open Network and Sharing Center এ ক্লিক করুন।
![]() |
|||
![]() |
এর পর নিচের পেজটি আসবে এখান থেকে Change
Adapter setting এ যেতে হবে।
তারপর নিচের পেজ আসবে। এখানে আপনার ব্রডব্যান্ড
কানেকশন এর উপর রাইট ক্লিক করে Create
Shortcut এ ক্লিক করতে হবে। তখন একটি Brodband Connecting Shortcut আপনার Desktop এ চলে আসবে।
নিচের ছবিতে দেখানো হল বাম পাশে শর্টকাটটি এসে
পরেছে।
এখন স্টার্ট মেনু থেকে All program এ যেতে হবে সেখান থেকে Start up নামের ফোল্ডার টি open all user দিয়ে ওপেন করতে হবে।
এর পর ডেস্কটপে থাকা ব্রডব্যান্ড কানেকশনটি টেনে এই
ফোল্ডার এর ভিতর এনে ছেঁড়ে দিতে হবে। বেস কাজ শেষ।
এবার কম্পিউটার রিস্টার্ট দিয়ে দেখুন। অটো কানেক্ট
হয়ে গেছে আপনার ব্রডব্যান্ড লাইন।
কোন প্রকার প্রশ্নের জন্য আমার ফেসবুক আইডি তে যোগাযোগ করতে পারবেন :)
ভাল লাগলে শেয়ার করতে ভুলবেন না ।
ভাল লাগলে শেয়ার করতে ভুলবেন না ।
ভাই আপনি এত জিনিয়াস কেন?
ReplyDeleteতোমাদের দোয়ায় :P
Deletevai amar basar broadbrand line r local ftp te problem hoy... onek somoy download hoy na slow hoye jay...
ReplyDeleteany solution?