৫ টি বিশেষ স্থান যা আপনি কখনোই গুগল ম্যেপে দেখতে পাবেন না।
পৃথিবীর অনেক গোপন স্থান রয়েছে যা জনগণের সম্মুখে আসে না বা আনা হয় না। আজ আমরা তেমন ৫ টি স্থান সম্পর্কে জানব।
১। ১ নম্বরে আছে "Volkel air base" । নেদারল্যান্ড এর একটি মেলেটেরি ব্যেজ এটি। ১৯৬০ সাল থেকে ধারণা করা হয় পারমানবিক অস্ত্র ও গোলাবারুদ সংরক্ষণ করে রাখা হয়েছিল এবং এখন দেশীয় যুদ্ধ বিমান অবস্থান করে।
২। নম্বর ২ এ আছে "National Security Bureau (Taiwan)" এটি তৈরি হয় ১৯৫৫ সালে। Bureau of Investigation and Statistics এখানে দেশের গোয়েন্দা সংস্থা কার্যকলাপ পরিচালিত হয়।
৩। ৩ নম্বরে রয়েছে "NATO Air Base Geilenkirchen, Geilenkirchen, Germany" এটি Geilenkirchen Teveren ছয় কিলোমিটার পশ্চিমে Geilenkirchen শহরের কাছাকাছি, জার্মানি ফেডারেল রিপাবলিক অবস্থিত। ১৫০০ একর এলাকা নিয়ে গঠিত এই ব্যেজটি ন্যাটো দ্বারা পরিচালিত হয়।
৪। চতুর্থ স্থানে রয়েছে "Helipuerto de cartagena los dolores spain" এই স্থান সম্পর্কে কোন বিবরণ ইন্টারনেটে দেওয়া নেই। শুধু মাত্র গুগল স্ট্রিট ভিউতে কিছু কিছু ছবি রয়েছে যেখানে খালি মাঠ ছাড়া অন্য কিছুই দেখা যায় না।
৫। ৫ম এবং শেষ স্থানে রয়েছে "Us mexico border" এটি মেক্সিকোর সীমান্তের উত্তর-পূর্বে প্রায় ১৫ মাইল Ciudad Juárez, আমেরিকা এবং মেক্সিকো সীমারেখা।
শেয়ার করুণ অন্যকে জানতে সাহায্য করুন। আরো মজার মজার তথ্য পেতে আমাদের ব্লগের সাথেই থাকুন।
0 comments: